সঠিক উত্তর হচ্ছে: তিলোত্তমাসম্ভব কাব্য
ব্যাখ্যা: \'তিলোত্তমাসম্ভব\' কাব্য মাইকেল মধুসূদন দত্তের চার সর্গে রচিত কাব্য। কাব্যটি ১৮৬০ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে রচিত ও মে মাসে গ্রন্থাকারে প্রকাশিত হয়। সৌন্দর্য প্রতিমা তিলোত্তমাকে নিয়ে সুন্দ-উপসুন্দের দ্বন্দ্ব এই কাব্যের উপজীব্য। বাংলা ভাষায় অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ হলো \'তিলোত্তমাসম্ভব\' কাব্য।[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (লেখকঃ ড. সৌমিত্র শেখর) ]