সঠিক উত্তর হচ্ছে: মেঘের পর মেঘ
ব্যাখ্যা: রাবেয়া খাতুন রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক জনপ্রিয় উপন্যাস মেঘের পর মেঘ অবলম্বনে বিখ্যাত চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম ২০০৪ সালে নির্মাণ করেন চলচ্চিত্র - মেঘের পরে মেঘ।
- ২০১১ সালে তার আরেকটি জনপ্রিয় উপন্যাস মধুমতি অবলম্বনে পরিচালক শাহজাহান চৌধুরী একই শিরোনামে নির্মাণ করেন চলচ্চিত্র মধুমতি।
- এছাড়াও অভিনেত্রী মৌসুমী ২০০৩ সালে তার লেখা কখনো মেঘ কখনো বৃষ্টি অবলম্বনে একই শিরোনামে নির্মাণ করেন চলচ্চিত্র কখনো মেঘ কখনো বৃষ্টি।
রাবেয়া খাতুন (২৭ ডিসেম্বর ১৯৩৫ — ৩ জানুয়ারি ২০২১)
- একজন বাংলাদেশী সাহিত্যিক রাবেয়া খাতুনের জন্ম ঢাকার বিক্রমপুরে তার মামার বাড়িতে
- তার রচিত প্রথম উপন্যাসের নাম নিরাশ্রয়া।
তাঁর লেখা বিভিন্ন উপন্যাসের মধ্যে আছে
- মধুমতি
- সাহেব বাজার
- অনন্ত অন্বেষা
- রাজারবাগ শালিমারবাগ
- মন এক শ্বেত কপোতী
- ফেরারী সূর্য
- অনেকজনের একজন
- জীবনের আর এক নাম
- দিবস রজনী
- সেই এক বসন্তে
- মোহর আলী
- নীল নিশীথ
- বায়ান্ন গলির এক গলি
- পাখি সব করে রব
- নয়না লেকে রূপবান দুপুর
- মিড সামারে
- হানিফের ঘোড়া
- হিরণ দাহ
- এই বিরহকাল
- হোটেল গ্রীন বাটন
- বাগানের নাম মালনিছড়া
- প্রিয় গুলশানা
- বসন্ত ভিলা
- ছায়া রমণী
- সৌন্দর্যসংবাদ
- হৃদয়ের কাছের বিষয়
- মালিনীর দুপুর
- রঙিন কাচের জানালা ইত্যাদি।
- সাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, হুমায়ূন কাদির স্মৃতি পুরস্কার, একুশে পদক, বাংলাদেশ লেখিকা সংঘ পুরস্কার, বাংলাদেশ লেখিকা সংঘ, নাসির উদ্দীন স্বর্ণপদক, জসীমউদ্দীন পুরস্কার, শেরেবাংলা স্বর্ণপদক, ঋষিজ সাহিত্য পদক, অনন্যা সাহিত্য পুরস্কার, শেল্টেক্ পদক ইত্যাদি পুরস্কার পেয়েছেন।
উৎস: দৈনিক প্রথম আলো।