সঠিক উত্তর হচ্ছে: আরেক ফাল্গুন
ব্যাখ্যা: \' জহির রায়হানের \'আরেক ফাল্গুন\' ১৯৫৫ সালের ২১ ফেব্রুয়ারি পালনের গল্প। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে কলেজ-বিশ্ববিদ্যালয়পড়ুয়া কিছু তরুণ-তরুণী একসকালে হঠাৎ করেই খালি পায়ে বেরিয়ে পড়েন ঢাকার রাস্তায়। স্থাপন করেন কাগজ আর বাঁশের শহীদ মিনার।\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর ]