সঠিক উত্তর হচ্ছে: বিদেশী
ব্যাখ্যা: বিদেশী ধাতুঃ হিন্দি ও ক্বচিৎ আরবি-ফারসি ভাষা থেকে যেসব ধাতু বা ক্রিয়ামূল বাংলা ভাষায় গৃহীত হয়েছে,বিদেশী ধাতু বলে। যেমন – হের, মাগ, টান, ডর, ঝুল, ভিজ, ঠেল ইত্যাদি। এগুলো দ্বারা উৎপন্ন শব্দ- হের+ই= হেরি, টান+আ= টানা, ভিজ+আ = ভিজা ইত্যাদি।\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ]