সঠিক উত্তর হচ্ছে: ২২ এপ্রিল
ব্যাখ্যা: ⸕ ধরিত্রী দিবস (Earth Day) : \r\n\r\nপরিবেশ রক্ষার জন্য সমর্থন প্রদর্শনের উদ্দেশ্যে প্রতি বছর ২২ এপ্রিল ধরিত্রী দিবস (Earth Day) পালিত হয়। ১৯৭০ সালের এই দিনে মার্কিন সিনেটর গেলর্ড নেলসন ধরিত্রী দিবসের প্রচলন করেন। ২০০৯ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রতি বছর ২২ এপ্রিলকে International Mother Earth Day হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।