সঠিক উত্তর হচ্ছে: ড দীনেশ্চন্দ্র সেন
ব্যাখ্যা: মৈমনসিংহ গীতিকা সম্পাদনা করেন ড. দীনেশচন্দ্র সেন। বৃহত্তর ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের পূর্বাংশে নেত্রকোনা, কিশোরগঞ্জ জেলার হাওর, বিল, নদ-নদী প্লবিত ভাটি অঞ্চলে যে গীতিকা বিকশিত হয়েছিল তা মৈমনসিংহ গীতিকা\' নামে পরিচিত।[তথ্যসূত্র - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]