সঠিক উত্তর হচ্ছে: স্ট্রাটোস্ফেয়ার
ব্যাখ্যা: শীততাপ নিয়ন্ত্রণ মেশিন রেফ্রিজারেটার ইত্যাদি ব্যবহৃত CFC বাষ্পায়িত হয়ে স্ট্রাটোস্ফিয়ারে প্রবেশ করে ওজন স্তরের ভাঙন ঘটায়। ক্লোরোফ্লুরোকার্বন (CFC) সূর্যের অতিবেগুনী রশ্মির প্রভাবে বিয়োজিত হয়ে সক্রিয় ক্লোরিন পরমাণু উৎপন্ন করে। এই সক্রিয় ক্লোরিন পরমাণু ও জোনকে অক্সিজেনে বিয়োজিত করে।\n\nCFC3 (g) + অতিবেগুনী রশ্মি (UV) →CL (সক্রিয়) +CFCL2\n\nCL(সক্রিয়) +O2→CLO+O2 CLO+O3 → CL+2O2\n\nশেষ ধাপে উৎপন্ন CL পুনরায় O3 কে বিয়েতে করে। এইভাবে ওজোনস্তরের ক্ষয় ঘটতে থাকে। একটি সক্রিয় ক্লোরিন পরমাণু লক্ষাধিক ওজোন অনুরোধ বিয়োজন ঘটাতে সক্ষম।\n\n[তথ্যসূত্রঃ পত্রিকা]