সঠিক উত্তর হচ্ছে: জেনেভা
ব্যাখ্যা: ২৪ জুন ১৮৫৯ ইতালির \'সলফেরিনো\' নামক স্থানে ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে ভয়াবহ যুদ্ধের প্রেক্ষাপটে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক রেডক্রস। এর প্রতিষ্ঠা সাল ৯ ফেব্রুয়ারি ১৮৬৩ । এই সেবা সংস্থাটির সদর দপ্তর জেনেভায়। ILO, ITU, WMO, WIPO, WIPO, WHO, WTO, UNHCR, UNCTAD, ITC, UNITAR প্রভৃতি সংস্থার সদর দপ্তর জেনেভায় অবস্থিত। কমনওয়েলথ, IMO , অক্সফাম ইন্টারন্যাশনাল, অ্যামনেস্টি ইন্টারন্যাশালের সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত। OPEC, IAEA UNIDO, OSCE - এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায়।