সঠিক উত্তর হচ্ছে: ইউরো
ব্যাখ্যা: উরুগুয়ে রাউন্ডটি 1986 থেকে 1994 সাল পর্যন্ত বিস্তৃত সাধারণ বাণিজ্য ও জিরেট চুক্তি (জিএটিটি) এর কাঠামোর মধ্যে বহির্বিশ্বে বহুমুখী বাণিজ্য বিষয়ক আলোচনা (এমটিএন) -এর 8 ম রাউন্ড ছিল এবং চুক্তিবদ্ধ দলগুলোর 123 টি দেশকে অন্তর্ভুক্ত করে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন গঠনে গোল গোলটি ঘটেছিল, জিটিএটি বিশ্ব বাণিজ্য সংস্থার এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে রয়ে গিয়েছিল।\n[তথ্যসূত্রঃ দৈনিক সমকাল পত্রিকা ]\nপ্রিয়তমেষু❤️\nAsik Hasan\nইউরো (মুদ্রা প্রতীক: €; ব্যাংক কোড: EUR) হল ইউরোপীয় ইউনিয়ন দেশসমূহের মুদ্রা। বর্তমানে ইউরো ইউরোপের ২২টি দেশে ব্যবহৃত। ১৯৯৯ সালে ইউরোপের ১৪টি দেশ (অস্ট্রিয়া, বেলজিয়াম, জার্মানি, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবুর্গ, মোনাকো, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সান মারিনো এবং ভ্যাটিকান সিটি) ইউরো প্রথমদিকে ব্যবহার করতে শুরু করে।\n[তথ্যসূত্রঃ দৈনিক প্রথম আলো পত্রিকা ]