সঠিক উত্তর হচ্ছে: অঘ্রাণ
ব্যাখ্যা: খাটি বাংলা ও অতৎসম শব্দে সর্বদা দন্ত্য ন হবে৷ যেমন- অগ্রহায়ণ কিন্তু অঘ্রান৷
সাধারণভাবে তৎসম শব্দে ঋ, র, ষ এর পরে মূর্ধন্য \'ণ\' ব্যবহৃত হবে৷
যেমনঃ অরুণ, অলংকরণ, উদাহরণ, উচ্চারণ, জাগরণ ইত্যাদি৷
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।