সঠিক উত্তর হচ্ছে: মৌসুমী বায়ু
ব্যাখ্যা: ব্যাখ্যা: সূর্যের উত্তরায়ন ও দক্ষিণায়নের কারণে মৌসুমী বায়ুর সৃষ্টি হয়। মৌসুমী বায়ু হলো সমুদ্র বায়ু ও জলবায়ুর ব্যাপক সংস্করণ যা আমাদের দেশের প্রচুর বৃষ্টিপাত ঘটায়। বাংলাদেশ , মায়ানমার ,দক্ষিণ চীন, ভারত, পাকিস্তান, জাপান প্রভৃতি মৌসুমী বায়ুর অন্তর্গত।