সঠিক উত্তর হচ্ছে: গােপাল
ব্যাখ্যা: গোপাল ছিলেন বাংলার পাল রাজবংশের প্রতিষ্ঠাতা। তিনি ৭৫০ থেকে ৭৭০ খ্রিষ্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। গোপাল বাংলার শতবর্ষব্যাপী চলমান রাজনৈতিক অস্থিরতা দূর করে শাসনভার গ্রহণের জন্য সুপরিচিত। তাঁর নামের সঙ্গে যুক্ত \"পাল\" তাঁর কোনো জাতিগত পরিচয়কে নির্দেশ করে না।