সঠিক উত্তর হচ্ছে: ভারত ছাড় আন্দোলন
ব্যাখ্যা: দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৪২ সালে মহাত্মা গান্ধী ভারত ছাড় আন্দোলনের ডাক দেন। ক্রিপস মিশনের ব্যর্থতা, সম্ভাব্য জাপানি আক্রমণের আশঙ্কা, ভারতকে ব্রিটিশ ডোমিনিয়নের মর্যাদা প্রদানের দাবী ইত্যাদি ইস্যুতে কংগ্রেস ১৯৪২ সালের আগস্টে ভারত ছাড় আন্দোলনের ডাক দেন। ব্রিটিশ সরকার এই আন্দোলনকে কঠোরভাবে দমন করে। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, আবুল কালাম আজাদ প্রমুখ শীর্ষ কংগ্রেস নেতৃবৃন্দকে গ্রেফতার করে। কিন্তু তা সত্ত্বেও এই আন্দোলন ভারতের সর্বত্র ছড়িযে পড়ে।(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)