সঠিক উত্তর হচ্ছে: ঘিভাত
ব্যাখ্যা: যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে কর্মধারয় সমাস বলে।যেমন- গোলাপ নামের ফুল।মধ্যপদলোপী কর্মধারয় - কিছু কর্মধারয় সমাসে সমস্যমান পদের মধ্যবর্তী এক বা একাধিক পদ লোপ পায়। এগুলো মধ্যপদলোপী কর্মধারয় নামে পরিচিত।যেমন- ঘি মাখানো ভাত= ঘিভাত। হাতে পরা হয় যে ঘড়ি= হাতঘড়ি। [তথ্যসূত্র - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]