সঠিক উত্তর হচ্ছে: কায়কোবাদ
ব্যাখ্যা: আধুনিক বাংলা সাহিত্যে প্রথম মুসলিম কবি কায়কোবাদের গীতিকাব্য ‘অশ্রুমালা\' (১৮৯৫)।\n তার লেখা বিভিন্ন কাব্যগ্রন্থ :\nবিরহ বিলাপ (১৮৭০)-প্রথম কাব্য, মাত্র ১৩ বছর বয়সে রচিত।\nকুসুম কানন (১৮৭৩)।\nঅশ্রুমালা (১৮৯৬)- গীতিকাব্য\nশিবমন্দির (১৯২১)।\nঅমিয়ধারা (১৯২৩)।\nশ্মশানভষ্ম (১৯২৪)।\nমহররম শরীফ (১৯৩৩)। মহাকাব্যের মতো বিশাল আয়তনে রচিত কিন্তু মহাকাব্য নয়।\n\n[তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া]