সঠিক উত্তর হচ্ছে: ১৯২৩
ব্যাখ্যা: আধুনিক\' লেখকদের মুখপাত্র হিসেবে ১৯২৩ সালে কলকাতা থেকে মাসিক \'কল্লোল\' পত্রিকা প্রথম প্রকাশিত হয়, যার সম্পাদক ছিলেন দীনেশ রঞ্জন দাশ। কল্লোল পত্রিকার নিয়মিত লেখকদের মধ্যে অচিন্ত্যকুমার সেনগুপ্ত, বুদ্ধদেব বসু, মানিক বন্দ্যোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র প্রমুখ ছিলেন উল্লেখযোগ্য। এই \'কল্লোল\' পত্রিকাকে কেন্দ্র করেই কল্লোল যুগের সৃষ্টি হয়েছিল।