সঠিক উত্তর হচ্ছে: আইবিএম পিসির নকল
ব্যাখ্যা: কম্পিউটার পরিভাষায় ক্লোন হচ্ছে এমন হার্ডওয়্যার বা সফটওয়্যার সিস্টেম যা একটি সিস্টেমের সাথে অন্য সিস্টেমের মিল রেখে কাজ করতে পারে। সর্বপ্রথম ১৯৮০ সালের মাঝামাঝি সময়ে আইবিএম নির্মিত ডস বা উইন্ডোজ ভিত্তিক অপারেটিং সিস্টেম [ওএস] বর্ণনার ক্ষেত্রে ক্লোন শব্দটি ব্যবহৃত হয়।