সঠিক উত্তর হচ্ছে: ইহার আবশ্যকতা নাই
ব্যাখ্যা: শুদ্ধ বাক্যটি হলো - ইহার আবশ্যকতা নাই। এছাড়া অন্য বাক্য গুলোর শুদ্ধরূপ হবে, তিনি একজন ভাগ্যবতী মহিলা। লোকটি নির্দোষ। বিনয় পূর্বক নিবেদন করি। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (লেখকঃ ড. সৌমিত্র শেখর)]