সঠিক উত্তর হচ্ছে: ত + থ
ব্যাখ্যা: যুক্তবর্ণগুলি বাংলা লিখন পদ্ধতির বৈশিষ্ট্য। উচ্চারিত ধ্বনির সাথে এগুলির ব্যঞ্জনবর্ণের নির্দেশিত ধ্বনির সবসময় সরাসরি সম্পর্ক না-ও থাকতে পারে।\nত্ত = ত + ত; যেমন- উত্তর\nত্ত্ব = ত + ত + ব; যেমন- সত্ত্ব\nত্ত্য = ত + ত + য; যেমন- উত্ত্যক্ত\nত্থ = ত + থ; যেমন- অশ্বত্থ\nত্ন = ত + ন; যেমন- যত্ন\nত্ব = ত + ব; যেমন- রাজত্ব\nত্ম = ত + ম; যেমন- আত্মা\nত্ম্য = ত + ম + য; যেমন- দৌরাত্ম্য\nত্য = ত + য; যেমন- সত্য\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ]