সঠিক উত্তর হচ্ছে: যদিও সে পণ্ডিত , তথাপি সে বিনয়ী নয়
ব্যাখ্যা: ১: মিশ্র বাক্যে একের বেশি স্বাধীন খণ্ড বাক্য থাকবে।\n২: মিশ্র বাক্যে অন্তত একটি অধীন খণ্ডবাক্য থাকবে।\n৩: জটিল+জটিল, জটিল+সরল, জটিল+যৌগিক এই তিন ভাবে (অথবা উল্টো দিক থেকে) মিশ্র বাক্য হতে পারে।\nএ ছাড়া যৌগিক+সরল/সরল+যৌগিক বাক্যেও মিশ্র বাক্য হতে পারে। কিন্তু সেক্ষেত্রে একটি বাক্যকে অপ্রধান খণ্ডবাক্যের ভূমিকা পালন করতে হবে।\nযেমন: রাম এসেছিল এবং শ্যাম এসেছিল, সে কথা তারা আমাকে জানায়নি। (যৌগিক+সরল)\nএখানে যৌগিক বাক্যটি একটি অপ্রধান খণ্ডবাক্যের মত কাজ করছে।