সঠিক উত্তর হচ্ছে: বুড়িগঙ্গা
ব্যাখ্যা: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা \"পাউবো\" কর্তৃক ধলেশ্বরী নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-কেন্দ্রীয় অঞ্চলের নদী নং ২৭। নদীটি মূলত বাংলাদেশের মধ্যভাগে দিয়ে প্রবাহিত একটি জলধারা। এটি যমুনা নদীর একটি শাখা। ধলেশ্বরী নদীর শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা ।