সঠিক উত্তর হচ্ছে: দীনবন্ধু মিত্র
ব্যাখ্যা: দীনবন্ধু মিত্র ঊনবিংশ শতাব্দীর বাংলা নাটকের অন্যতম শ্রেষ্ঠ রূপকার। বাংলার আধুনিক নাট্যধারার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্তের সমসাময়িক দীনবন্ধু মিত্র অবশ্য মাইকেল প্রবর্তিত পৌরাণিক ঐতিহাসিক নাট্যরচনার পথে না গিয়ে বাস্তবধর্মী সামাজিক নাট্যরচনায় মনোনিবেশ করেন।\nজন্ম: ১৮৩০, উত্তর চব্বিশ পরগণা, ভারত\nমৃত্যু: ১ নভেম্বর, ১৮৭৩; ব্রিটিশ ভারত (বয়স ৪২ - ৪৩)\nউল্লেখযোগ্য পুরস্কার: রায়বাহাদুর\nনাটক: দীনবন্ধু মিত্রের প্রথম ও সর্বশ্রেষ্ঠ নাটক নীলদর্পণ\nসিনেমা: যমালয়ে জীবন্ত মানুষ।\nঅন্যান্য রচনা-\nনীল দর্পন এর উপসংহার\nদীনবন্ধু মিত্র সাতটি নাটক ও প্রহসন লিখেছিলেন। ‘নীলদর্পণ’(১৮৬০), ‘নবীন তপস্বিনী’(১৮৬৩), ‘কমলে কামিনী’(১৮৭৩)- এই তিনটি তাঁর গভীর রসের নাটক।\nআর চারটি প্রহসন হল ‘বিয়ে পাগলা বুড়ো’(১৮৬৬), ‘সধবার একাদশী’(১৮৬৬) ‘লীলাবতী’(১৮৬৭), ‘জামাই বারিক’(১৮৭২) । এর মধ্যে ‘সধবার একাদশী’ তাঁর ও বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ নাটক।\n[তথ্যসূত্রঃ দৈনিক পত্রিকা ]