সঠিক উত্তর হচ্ছে: কঠিন পদার্থ
ব্যাখ্যা: কঠিন পদার্থের মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি।\n\nশব্দ এক প্রকার যান্ত্রিক তরঙ্গ। তাই শব্দ চলার জন্য মাধ্যমের প্রয়োজন। শব্দের বেগ কঠিন পদার্থে সবচেয়ে বেশি। তরলে তার চেয়ে কম এবং বায়োবীয় পদার্থে সবচেয়ে কম। আরো শূন্য মাধ্যমে শব্দের বেগ শূন্য।