সঠিক উত্তর হচ্ছে: গ্রাম আদালত
ব্যাখ্যা: বাংলাদেশে বিচার ব্যবস্থার সর্বনিম্ন স্তর হচ্ছে গ্রাম আদালত। গ্রামাঞ্চলের কিছু কিছু মামলার নিষ্পত্তি এবং তৎসর্ম্পকীয় বিষয়াবলীর বিচার সহজলভ্য করার উদ্দেশো গ্রাম আদালত অধ্যাদেশ, ১৯৭৬ (বর্তমানে গ্রাম আদালত আইন, ২০০৬) এর আওতায় গঠিত একটি মীমাংসামূলক আদালত।