সঠিক উত্তর হচ্ছে: ক্রন্দসী
ব্যাখ্যা: সুধীন্দ্রনাথ দত্ত কবি, প্রাবন্ধিক ও পত্রিকা সম্পাদক। সুধীন্দ্রনাথ কর্মজীবনের পাশাপাশি সাহিত্যচর্চাও করেছেন। আধুনিক মনন ও বৈশ্বিক চেতনার কারণে তিনি বাংলা কাব্যে স্বতন্ত্র স্থান লাভ করেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি: কাব্য- তন্বী (১৯৩০), অর্কেস্ট্রা (১৯৩৫), ক্রন্দসী (১৯৩৭), উত্তরফাল্গুনী (১৯৪০), সংবর্ত (১৯৫০), দশমী (১৯৫৬); গদ্যগ্রন্থ- স্বগত (১৯৩৮), কুলায় ও কালপুরুষ (১৯৫৭)। এছাড়া প্রতিধ্বনি (১৯৫৪) নামে তাঁর একটি অনুবাদগ্রন্থও আছে। সুধীন্দ্রনাথ ছিলেন ত্রিশের দশকের রবীন্দ্র কাব্যধারার বিরোধী খ্যাতিমান কবিদের অন্যতম। উৎস: বাংলাপিডিয়া।