ব্যাখ্যা: মূল পদটি হলো \'আপনা মাংসে হরিণা বৈরী\'। পদটি ভুসুকুপা রচনা করেছেন। এটি তাঁর ৬নং পদ। তিনি চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ লেখক (৮টি)। উল্লেখ্য, উক্ত পদটির অর্থ হলো নিজের মাংসের জন্যই হরিণ নিজের শত্রু\'।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।