সঠিক উত্তর হচ্ছে: চ
ব্যাখ্যা: ধ্বনি উচ্চারণে শ্বাসবায়ুর বেগ অল্প থাকলে তাকে অল্পপ্রাণ ধ্বনি বলে। যেমনঃ ক, গ, চ, জ, ট, ড, ত, দ, প, ব প্রভৃতি। যে ধ্বনি উচ্চারণের কন্ঠতন্ত্রী বা স্বরতন্ত্রী অনুরণিত হয় না তাকে অঘোষ ধ্বনি বলে। যেমনঃ ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ প্রভৃতি।