সঠিক উত্তর হচ্ছে: গিরিশচন্দ্র ঘোষ
ব্যাখ্যা: গিরিশচন্দ্র ঘোষ ছিলেন একজন বিশিষ্ট বাঙালি সংগীতস্রষ্টা, কবি, নাট্যকার, ঔপন্যাসিক, নাট্যপরিচালক ও নট। বাংলা থিয়েটারের স্বর্ণযুগ মূলত তাঁরই অবদান। তিনি অনেক নাটক রচনা করেন। তার উল্লেখযোগ্য নাটকগুলো- সামাজিক নাটক- প্রফুল্ল, মায়াবসান, বলিদান। পৌরানিক নাটক- রাবণবধ, অভিমন্যুবধ, সীতার বনবাস, লক্ষ্ণণ বর্জন, সীতাহরণ, পান্ডবের অজ্ঞাতবাস, জনা। চরিত্র নাটক - চৈতন্যলীলা, বিল্বমঙ্গল ঠাকুর, শঙ্করাচার্য। রোমান্টিক নাটক- মুকুলমুঞ্জরা, আবু হোসেন। ঐতিহাসিক নাটক- সিরাজদ্দৌলা, মীর কাসিম, ছত্রপতি শিবাজী।