সঠিক উত্তর হচ্ছে: আপনি সপরিবারে আমন্ত্রিত
ব্যাখ্যা: সঠিক বাক্য: আপনারা সপরিবারে আমন্ত্রিত। প্রদত্ত বাক্যটি সঠিক কারণ, বাক্যটিতে সাধু ও চলিত বা তৎসম ও বাংলা শব্দের মিশ্রণ নেই অর্থাৎ গুরুচণ্ডালী দোষ মুক্ত। আবার বাক্যের প্রথমে বিশেষ্য পদ রয়েছে এবং শেষে ক্রিয়াপদ রয়েছে ।\nতাই , প্রদত্ত বাক্যটি সঠিক।