ব্যাখ্যা: একটি মাত্র মূল স্বরধ্বনিকে মৌলিক স্বরধ্বনি বলে। মৌলিক স্বরধ্বনি সাতটি।\nযেমন: অ, আ, ই, উ, এ এ্যা, ও। এগুলোকে বিশ্লেষণ করে ভাগ করা যায় না।\nলক্ষ করি— বাংলা ভাষায় ‘এ্যা’ ধ্বনিটি আছে, কিন্তু তার জন্য কোনো বর্ণ নেই।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।