সঠিক উত্তর হচ্ছে: ষট্ + ঋতু
ব্যাখ্যা: এটি একটি ব্যঞ্জনে-স্বরে (ব্যঞ্জন সন্ধি) সন্ধির উদাহরণ। যদি পূর্বপদের শেষে প্রথম ব্যঞ্জন (ক, চ, ট, ত, প) থাকে, পরপদের প্রথমটি স্বরধ্বনি হয় তাহলে ক এর স্থানে গ অথবা চ এর স্থানে জ অথবা ট এর স্থানে ড (ড়) অথবা ত এর স্থানে দ এবং প এর স্থানে ব হয় এবং পরপদের স্বরধ্বনি গ/জ/ড/ড়/দ/প এর সাথে যুক্ত হয়। যেমন- \r\n\r\n ? ষট্ + আনন = ষড়ানন \r\n ? ষট্ + ঋতু = ষড়ঋতু। \r\n\r\n\r\n? [শর্টকাট : ক/চ/ট/ত/প + স্বরধ্বনি = গ/জ/ড (ড়)/দ/ব + স্বরধ্বনি]