সঠিক উত্তর হচ্ছে: ২২৩
ব্যাখ্যা: প্রাদেশিক পরিষদে মোট ৩০৯টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট ২২৩টি আসনে জয়লাভ করে। পক্ষান্তরে, ক্ষমতাসীন মুসলিম লীগ মাত্র ৯টি আসন লাভ করে। মুসলিম লীগ মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী নূরুল আমীনসহ প্রভাবশালী ৫ সদস্যের সকলেই নির্বাচনে পরাজিত হন। ৩০৪টি আসনে ১২৮৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ২২৮টি মুসলিম আসনের জন্য ৯৮৬ জন প্রার্থী, ৩০টি সাধারণ আসনের জন্য ১০১ জন প্রার্থী এবং ৩৬টি তফসিলী আসনের জন্য ১৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অমুসলিম আসনের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল পাকিস্তান ন্যাশনাল কংগ্রেস, ইউনাইটেড প্রগ্রেসিভ পার্টি এবং তফসিলী ফেডারেশন। উল্লেখ্য, মুসলিম নারীদের জন্য সংরক্ষিত ৯টি আসনে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই ৯টি আসনের সবগুলোতে যুক্তফ্রন্টের প্রার্থীরা বিজয়ী হন। (তথ্যসূত্র-বোর্ড বই বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি)