সঠিক উত্তর হচ্ছে: বন্দে আলী মিয়া
ব্যাখ্যা: ময়নামতির চর কাব্যের রচয়িতা বন্দে আলী মিয়া (১৫ ডিসেম্বর,১৯০৬ - ১৭ জুন, ১৯৭৯) ছিলেন একজন স্বনামধন্য বাংলাদেশি কবি, ঔপন্যাসিক, শিশু সাহিত্যিক, সাংবাদিক ও চিত্রকর।\nময়নামতির চর, পদ্মানদীর চর, অনুরাগ, মধুমতির চর, ধরিত্রী ইত্যাদি তার কাব্যগ্রন্থ\n[তথ্যসূত্রঃ বাংলা সাহিত্য ও জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]