সঠিক উত্তর হচ্ছে: ২৪/০২/২০১৬
ব্যাখ্যা: বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক গবেষণার অন্যতম পুরোধা, পুঁথিবিশারদ আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে (২৪/০২/২০১৬ ইং) তারিখে ঢাকার শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের এই সাবেক সচিব ছিলেন। এছাড়াও তিনি ছিলেন বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাবেক সভাপতি। তিনি প্রত্নতত্ত্ব নিয়ে গবেষণার জন্য ২০১৫ সালে একুশে পদক পান। তার আগে ২০০৬ সালে পান বাংলা একাডেমি পুরস্কার।