নিচের অপশন গুলা দেখুন
- তোমার এ পুণ্য প্রচেষ্টা সফল হোক
- আপন ভালো সবাই চায়
- ভালো বাড়ি পাওয়া কঠিন
- মন্দ কথা বলতে নেই
বাংলা ভাষায় একই পদ বিশেষ্য ও বিশেষণ রূপে ব্যবহৃত হতে পারে৷
যেমন- ভালো বাড়ি পাওয়া কঠিন (বিশেষণ রূপে);
আপন ভালো সবাই চায় (বিশেষ্য রূপে);
মন্দ কথা বলতে নেই (বিশেষণ রূপে);
এখানে কী মন্দটা তুমি দেখলে? (বিশেষ্য রূপে);
পুণ্যে মতি হোক (বিশেষ্য রূপে);
তোমার এ পুণ্য প্রচেষ্টা সফল হোক (বিশেষণ রূপে)।
উৎসঃ বাংলা ভাষার ব্যকরণ, নবম-দশম শ্রেণি।