সঠিক উত্তর হচ্ছে: ১৯৮৯
ব্যাখ্যা: মিয়ানমার বাংলাদেশের দক্ষিণে পূর্বে অবস্থিত ৬,৭৬,৫৫৫ বর্গ কিলোমিটারের দেশ। ৫ কোটি জনসংখ্যা অধ্যুষিত দেশটির ৯০ ভাগ লোকই বৌদ্ধ। দেশটি ১৯৩৭ সালে ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। ১৯৬২ থেকে দেশটিতে সামরিক শাসন শুরু হয়। অতএব ১৯৮৯ সালে জান্তা সরকার দেশটির নাম বার্মা থেকে মিয়ানমার করে। পরবর্তীতে ২০১০ সালে এর নাম আবার পরিবর্তন করে রাখা হয় ‘The Republic of the Union of Myanmar.