সঠিক উত্তর হচ্ছে: The Zamindar and Royats
ব্যাখ্যা: চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার বিরুদ্ধে রচিত হয়েছিল বলে The Zamindar and Royats প্রবন্ধটি তখনকার সময়ে অনেক আলোড়ন সৃষ্টি করেছিল। এই প্রবন্ধে প্যারীচাঁদ মিত্র গরীব চাষিদের রক্ষাকবচ হিসেবে পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তনের দাবি উত্থাপন করেন।