সঠিক উত্তর হচ্ছে: শামসুর রাহমান
ব্যাখ্যা: শামসুর রাহমানের ছদ্মনাম মজলুম আদিব। আলাদাভাবে আর ব্যাখ্যা করার কিছু নেই, তাই, অতিরিক্ত কিছু তথ্য দিয়ে দিচ্ছি, শামসুর রাহমান মোট ৪টা উপন্যাস লিখেছিলেন। উপন্যাসগুলো হল, অক্টোপাস, অদ্ভুত আঁধার এক, নিয়ত মন্তাজ, এলো সে অবেলায়।