সঠিক উত্তর হচ্ছে: সৈয়দ আলী আহসান
ব্যাখ্যা: গ্রিক ট্রাজেডি \'ইডিপাস\' সৈয়দ আলী আহসান বাংলায় অনুবাদ করেন।\n\nগ্রিক ট্রাজেডি নাটক \'ইডিপাস\' বাংলায় অনুবাদ করেন সৈয়দ আলী আহসান। তার প্রবন্ধ গবেষণাগ্রন্থ হলো - পদ্মাবতী, মধুমালতী, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (মোঃ আব্দুল হাই এর সাথে যুগ্মভাবে রচিত)। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: অনেক আকাশ, একক সন্ধ্যায় বসন্ত, সহসা সচকিত।