সঠিক উত্তর হচ্ছে: ব্যঞ্জনসন্ধি
ব্যাখ্যা: স্বরে আর ব্যঞ্জনে, ব্যঞ্জনে আর ব্যঞ্জনে এবং ব্যঞ্জনে আর স্বরে মিলিত হয়ে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। বাংলা ব্যঞ্জন সন্ধি সমীভবন (assimilation)- এর নিয়মেই হয়ে থাকে। আর তাও মূলত কথ্য রীতিতে সীমাবদ্ধ। যেমন- সুপ + অন্ত = সুবন্ত, পরি +ছদ = পরিচ্ছদ, সৎ + চিন্তা =সচ্চিন্তা।