সঠিক উত্তর হচ্ছে: স্বাধীনবাংলা বেতারের গানে
ব্যাখ্যা: টিম লিডারদের অপারেশন পরিচালনার জন্য শিখিয়ে দেয়া হয়েছিল বিশেষ গোপনীয় পদ্ধতি যা টিমের অন্যান্য সদস্যদের কাছে গোপন রাখা হয়েছিল।[৮] টিম কমান্ডারদের বলা হয়েছিল যে, দুটি বাংলা গানকে সতর্ক সঙ্কেত হিসেবে ব্যবহার করা হবে। গান দুটি প্রচার করা হবে কলকাতা আকাশবানীর পক্ষ থেকে পূর্বাঞ্চলীয় শ্রোতাদের জন্য বিশেষ অনুষ্ঠানে সকাল ৬টা থেকে ৬:৩০ মিনিট অথবা রাত ১০:৩০ মিনিট থেকে রাত ১১টায়। এই ফ্রিকোয়েন্সির নাম ও গান দুইটি শুধু টিমের কমান্ডারই জানতো। গান দুটি অথবা তাদের সঙ্কেত হলোঃ-\n\nপ্রথম সংকেত ছিল সন্ধ্যা মুখোপাধ্যায় এর গাওয়া গান \"আমার পুতুল আজকে প্রথম যাবে শ্বশুরবাড়ি\" যার অর্থ ওয়ার্নিং সিগনাল, ৪৮ ঘণ্টা পরে অপারেশন, আক্রমণের জন্য ঘাঁটি ত্যাগ কর। \nপঙ্কজ মল্লিকের গাওয়া \"আমি তোমায় যত শুনিয়েছিলাম গান\"এর অর্থ হল \'একশন সিগনাল, ২৪ ঘণ্টা মধ্যে আক্রমণ করতে হবে বা আক্রমণের সময় কাছাকাছি। অর্থাৎ ঐ দিনগত রাত ১২টার সময় অপারেশন।