সঠিক উত্তর হচ্ছে: ষষ্ঠী তৎপুরুষ
ব্যাখ্যা: পূর্বপদে ষষ্ঠী বিভক্তির (র, এর) লোপ হয়ে যে সমাস হয় তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। পুষ্পের সৌরভ= পুষ্পসৌরভ। এরূপ- দেশসেবা, ছবিঘর, চাবাগান, কবিগুরু, ছাত্রসমাজ, খেয়াঘাট ইত্যাদি। রেফারেন্সঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।