সঠিক উত্তর হচ্ছে: সমধাতুজ কর্ম
ব্যাখ্যা: বাক্যের ক্রিয়া ও কর্মপদ একই ধাতু থেকে গঠিত হলে ঐ কর্মপদকে সমধাতুজ কর্ম বা ধাত্বর্থক কর্মপদ বলে। যেমন : আর কত খেলা খেলবে। মূল \'খেলা\' ধাতু থেকে ক্রিয়াপদ \'খেলবে\' এবং কর্মপদ \'খেলা\' উভয়ই গঠিত হয়েছে। তাই \'খেলা\' পদটি সমধাতুজ বা ধাত্বর্থক কর্ম।\n[তথ্যসূত্রঃ বাংলা ব্যাকরণ বই নবম দশম শ্রেণী ]