সঠিক উত্তর হচ্ছে: শাস্তি
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শাস্তি ছোটগল্পের প্রধান চরিত্র হলো চন্দরা ও ছিদাম। রবীন্দ্রনাথ রচিত পোস্টমাস্টার গল্পের চরিত্র হলো রতন এবং নষ্টনীড় গল্পের চরিত্র হলো চারু। অন্যদিকে শরৎচন্দ্র চট্টপাধ্যায় রচিত মহেশ গল্পের প্রধান চরিত্র হলো গফুর । (সূত্রঃ বিষয় বাংলা : ড. সৌমিত্র শেখর)