সঠিক উত্তর হচ্ছে: ⅰ ও ⅲ
ব্যাখ্যা:
এখানে a = 5, সাধারণ অন্তর = 8 - 5 = 11 - 8 = 3 অর্থাৎ ইহা সসীম ধারা ।
আবার যেহেতু সাধারণ অনুপাত = 8/5 ≠ 11/8, তাই ইহা গুণোত্তর ধারা নয়।
আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d
∴ ১৯ তম পদ = ৫ + (১৯ - ১)×৩ = ৫৯
সুতরাং ⅰ ও ⅲ সঠিক।