সঠিক উত্তর হচ্ছে: পশ্চাৎদন্তমূল
ব্যাখ্যা: উচ্চারণের স্থান অনুযায়ী ব্যাঞ্জনধ্বনিগুলোকে পাঁচ ভাগে ভাগ করা হয়। যথাঃ কন্ঠ্য,তালব্য,মূর্ধন্য, দন্ত্য ও ওষ্ঠ।\nমূর্ধন্য বা পশ্চাৎ দন্তমূলীয় বর্ণগুলো - ঢ,ড়,ঢ়,ট,ঠ,ণ,ষ,র,ড\nদন্তমূল ও ওপরের তালুর মাঝখানে যে উচু স্থান আছে তার সাথে জিহবার আগ্রভাগের সংযোগ বায়ু বাধাপ্রাপ্ত হয়ে এ বর্ণগুলো উচ্চারিত হয়।