সঠিক উত্তর হচ্ছে: শিরশ্ছেদ
ব্যাখ্যা: ‘শিরশ্ছেদ\' শব্দটি সন্ধি সাধিত শব্দ। বিসর্গের পর অঘোষ অল্পপ্রাণ কিংবা মহাপ্রাণ তালব্য ব্যঞ্জন থাকলে বিসর্গের স্থলে তালব্য শিশ ধ্বনি হয়, অঘোষ অল্পপ্রাণ কিংবা অঘোষ মহাপ্রাণ মূর্ধন্য ব্যঞ্জন থাকলে বিসর্গ স্থলে মূর্ধন্য শিশ ধ্বনি হয়, অঘোষ অল্পপ্রাণ কিংবা মহাপ্রাণ দন্ত্য ব্যঞ্জনের স্থলে দন্ত্য শিশ ধ্বনি হয়। যেমন :: + চ/ছ = শ + চ/ছ – নিঃ + চয় = নিশ্চয়, শিরঃ + ছেদ = শিরশ্ছেদ ইত্যাদি। [তথ্যসূত্র - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]