সঠিক উত্তর হচ্ছে: কর্ম-কর্তৃবাচ্যের কর্তা
ব্যাখ্যা: কর্মকর্তৃবাচ্য আসলে গঠনের দিক থেকে কর্তৃবাচ্য ও ভাবের দিক থেকে কর্মবাচ্য। এই বাচ্যে কর্তা থাকে না, মনে হয় কর্মই কর্তা। মনে রাখতে হবে, কর্মবাচ্যেও কর্ম কর্তার জায়গা দখল করে নেয়। যেমনঃ বাঁশি বাজে। এখানে, বাঁশি’ কর্ম-কর্তৃবাচ্যের কর্তা।