সঠিক উত্তর হচ্ছে: ৩০ দশকের
ব্যাখ্যা: বাংলা ভাষায় যারা আধুনিক কবিতা সৃষ্টি করেছিলেন, তাদের মধ্য ৫ জন প্রধান। আধুনিক কবিতার সূচনা-বছর হিসেবে ১৯২৫-কে চিহ্নিত করা হয়। বিশের দশকের দ্বিতীয়ার্ধে হয়েছে আধুনিক কবিতার সূচনা; আর ত্রিশের দশকে ঘটেছে বিকাশ ও প্রতিষ্ঠা। বুদ্ধদেব বসু ৩০ দশকের কবি হিসেবে খ্যাত। তিনি আধুনিক কবিদের মধ্য সবচেয়ে গীতিময় ও আবেগপ্রবণ।