সঠিক উত্তর হচ্ছে: হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা: চিন্তাতরঙ্গিনী, বৃত্রসংহার-- হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত কাব্য। দুই খণ্ডে রচিত মহাকাব্য জাতীয় রচনা \'বৃত্রসংহার\', এটি তাকে এনে দিয়েছে সমধিক খ্যাতি। হিন্দু জাতীয়তাবোধ প্রকাশের লক্ষ্য হিন্দু পৌরাণিক কাহিনী অবলম্বনে তিনি \'বৃত্রসংহার\' কাব্য রচনা করেন।